ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


'এটি ভারতের কোনো নির্বাচন নয়'


৬ অক্টোবর ২০১৮ ০৪:০০

ছবি সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, 'বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। আগামী সংসদ নির্বাচনসহ এই দেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। কারণ, এটি ভারতের কোনো নির্বাচন নয়।'

শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে নির্মিত মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাই কমিশনার বলেন, উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে সবসময় থাকবে। বাংলাদেশে গণতন্ত্র এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকুক ভারত এমনটি প্রত্যাশা করছে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ভারত চায়, রোহিঙ্গারা নিরাপদে তাদের দেশে ফিরে যাক। সব মৌলিক অধিকার ভোগ করুক। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করছি, আর্ন্তজাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্যে মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, রোহিঙ্গাদের নিরাপদে তাদের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত তিন দফায় তাদের মানবিক সহায়তা প্রদান করেছেন। আমাদের এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আমরা আগামী শীতে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্যে গরম কাপড়ের ব্যবস্থা করব।

ভারতীয় হাই কমিশনারকে চাঁদপুরে স্বাগত জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের আয়োজনে এক সুধী সমাবেশে যোগ দেন ভারতীয় হাই কমিশনার। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী। পরে চাঁদপুর শহরে আরো একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরকেএইচ