শাহবাগে ফের অবরোধ

সরকারি চাকরিতে বাতিল কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবরোধ শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেল তিনটার পর পূর্ব ঘোষণা অনুযায়ী অবরোধ শুরু করেন তারা। এর আগে বুধবার বিকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানরা। টানা অবস্থান চালিয়ে গিয়ে বৃহস্পতিবার তারা কর্মসূচি শিথিলের ঘোষণা দেয় নয় ঘণ্টার জন্য।
শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ভোর ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শাহবাগ মোড় খোলা রাখার কথা জানায় আন্দোলনকারীরা। এ সময় শেষ হওয়ার পর তিনটার দিকেই আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
অবরোধের কারণে ছুটির দিনেও শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মৎস্য ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারের দিক থেকে আসা গাড়িগুলো আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন ছুটির দিনে কোনো কাজ বা ঘুরতে বের হওয়া মানুষেরা।
এসএ