শ্রমিক লীগের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

আগামী ৩০ জানুয়ারির মধ্যে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ ও বিভিন্ন টার্মিনালে অবৈধ চাঁদা আদায় বন্ধ করাসহ ১২ দফা দাবি মানা না হলে ৩১ জানুয়ারি থেকে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
শুক্রবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তারা এই হুঁশিয়ারি দেন। প্রতীকী অনশনে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, আগামী ৩০ জানুয়ারি এর মধ্যে আমাদের ১২ দফা দাবী বাস্তবায়ন করা না হলে ৩১ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন ধর্মঘট সহ বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যার সমাধান কল্পে সড়ক পরিবহন আইন ২০১৮ পাস হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পাশাপাশি মহান জাতীয় সংসদে পাসকৃত সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা-উপধারা রয়েছে এগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকার প্রতি আহবান জানাই।
তিনি অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করার সময় শ্রমিক নেতারা উপস্থিতি ছিলেন। কিন্তু সেই সকল পরিবহন শ্রমিক নেতারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে সাধারণ শ্রমিকদের লেলিয়ে দিয়ে মূলত টাকা হাতানোর চেষ্টা করছে।
তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘদিন যাবত তাদের দাবি আদায় করার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু শ্রমিক নেতারা দীর্ঘ ৪৭ বছরেও পরিবহন শ্রমিকদের একটি দাবিও বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে নাই। পরিবহন শ্রমিকদের ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের করার দাবিও জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি আমিরুল ইসলাম মামা, হারুনুর রশিদ খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, জামান প্রশাসক মোশারফ হোসেন প্রমুখ।
আইএমটি