ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


জঙ্গি আস্তানা থেকে দুটি মৃতদেহ উদ্ধার


৫ অক্টোবর ২০১৮ ২৩:১৮

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ধান পাওয়া ‘জঙ্গি আস্তানা’ চৌধুরী ম্যানশন নামের বাড়িতে অভিযান শেষে দুটি মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭)। তাদের পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটিতে দুটি মরদেহ পাওয়া গেছে। এতে একটি একে-২২ রাইফেল, পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড, তিনটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বাড়ির ভেতরে তল্লাশি করে দেখছে। তল্লাশি শেষ হলে হতাহতের সংখ্যা বলা যাবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে। চৌধুরী ম্যানশন নামের ওই বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর ছিল র‌্যাবের কাছে। রাতে র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলি চালানো হয়। তখন র‌্যাব দূরে সরে আসে। তার পর দীর্ঘ সময় গোলাগুলি চলে। পরে ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফেরণ ঘটে।

বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার কথাও জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাত্র ১০ গজ দূরত্বে ‘চৌধুরী ম্যানসন’ নামের বাড়িটি। এমন জায়গায় ‘জঙ্গিরা’ বাড়িটি ভাড়া নেয় মাত্র এক সপ্তাহ আগে। র‌্যাবের দাবি, চট্টগ্রামে বড় ধরনের সন্ত্রাসী হামলার লক্ষ্যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তারা। গড়ে তুলেছিলেন অস্ত্রের মজুদ।

আরকেএইচ