যানজট কমাতে সরকারী দপ্তরে (ডিএসসিসি) দুই সিফটে

অধিক সংখ্যক মানুষের চাপে নগরে প্রতিদিনই পিষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘন্টা। ঘন্টার পর ঘন্টা পার হয় সড়কে। তাই রাজধানীতে যানজট কমানোর লক্ষ্যে পরীক্ষামূলকভাবে নাইট শিফট চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাত ১১ টা থেকে চালু হওয়া এই শিফট চলবে ভোর ৫ টা পর্যন্ত। এসময় সংস্থাটি দাপ্তরিক কাজ করবে। আজ নাইট শিফটে দক্ষিনের মেয়র সাঈদ খোকন অফিসে উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরের সিউল শহরে বিভিন্ন কর্পোরেশন ও সরকারি প্রতিষ্ঠান নাইট শিফটে কাজ করে। রাত ৯টা থেকে তাদের রাতের শিফট শুরু হয়। সকালে আবার আরও একটি শিফট শুরু হয়।
মেয়র মনে করেন, সিঙ্গাপুর পুরো সময়টাকে ব্যবহার করছে। এছাড়া দিনে মানুষের মুভমেন্টও অনেকটা কমে গেছে। ঢাকা শহরও এখন গভীর রাত পর্যন্ত অ্যাকটিভ থাকে। সরকার মনে করলে এটি চালুও করতে পারে।
ডিএসসিসি জানায়, পরীক্ষামূলকভাবে নাইট শিফট চালুর অংশ হিসেবে মেয়র সাঈদ খোকন নগর ভবনে ভোর ৫টা পর্যন্ত তিনি অফিস করবেন। অন্যান্য দপ্তরেরও লোকজন উপস্থিত আছেন।
আইএমটি