ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সারাদেশে সড়কে কেড়ে নিলো ১০ প্রাণ


২ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৫

সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০, আহত হয়েছেন আরো অন্তত ৪৫ জন। এর মধ্যে রংপুর ৫ জন এবং বগুড়াতে ৪ জন নিহত হয়েছে।
নতুন সময়ের করেসপন্ডেন্টদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়-

রংপুর: রংপুর-দিনাজপুর মহাসড়কে রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়ীত্ব পালনকারী ডাক্তার আরো একজনকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা হলো ৫ ।
অপর দিকে, রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মাকে বাঁচাতে গিয়ে ফাউজিয়া খাতুন (২৪) এক নামে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ৩৭ জন।
উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়ে শনিবার রাত ২ টার দিকে ও মহিপুর এলাকায় রাত ১২টার দিকে দুর্ঘটনাগুলো ঘটে বলে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহিদুল ইসলাম তাজ (৩৫), কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের মিঠু (৩৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজ্জাদ হোসেন (২২)।

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে এসআর ট্রাভেলসের সুপারভাইজার জাহিদুলের মারা যান।