ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


জামালপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার


৫ অক্টোবর ২০১৮ ০৭:০১

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ অলি আবদীনের লাশ ৩ দিন পর বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামের সাখাওয়াতের ছেলে সানার চর সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র (১০) বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। জামালপুর ও দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরীরা ব্যাপক তল্লাশি চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার স্থানেই অলি আবেদীনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির বাবা সাখাওয়াত ও চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএ