ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় উন্নয়ন মেলা শুরু


৫ অক্টোবর ২০১৮ ০৪:৫৩

সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এসডিজি অর্জনে সাফল্য প্রচার ও এসডিজি বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করাসহ সরকারি দপ্তর গুলোতে কি ধরনের সেবা প্রধান করা হয় তা জনগণের কাছে তুলে ধরার জন্য নেত্রকোনাতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে শহরের মোক্তাপাড়া এলাকায় পুরাতন কালেক্টর প্রাঙ্গনে জেলা প্রশাসক এই মেলার আয়োজন করেন। মেলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো ঘুরে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বক্ত্যব রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,আওয়ামীলিগের সভাপতি মতিয়র রহমান খান,সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ আসরাফ আলী খান খসরু প্রমুখ।

এমএ