ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সৈয়দ আশরাফের শারীরিক অবস্থার অবনতি


৪ অক্টোবর ২০১৮ ২৩:৩৯

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুইদিন ধরে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালের সিসিইউতে আছেন। ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দ আশরাফ গত জুলাইয়ে চিকিৎসার জন্য ব্যাংককে যান। শারীরিক অবস্থার অবনবতি হলে দুদিন আগে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনপ্রশাসনমন্ত্রীর ছুটির আবেদনপত্র পাঠপূর্বক এমপিদের কণ্ঠভোটের মাধ্যমে টানা ৯০ কার্যদিবসের ছুটি মঞ্জুর করেন।

সৈয়দ আশরাফের পরিবার তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বছরের ২৩ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক। এরপর পরই শারীরিকভাবে নানা অসুস্থতা চেপে বসে।
সূত্র: বা ই

আরকেএইচ