ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


পাটুরিয়া-দৌলতদিয়া আটকে আছে ৬ শতাধিক ট্রাক


৪ অক্টোবর ২০১৮ ২২:২৪

৬ শতাধিক পণ্যবাহী ট্রাক মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাট পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। পণ্যবাহী এসব ট্রাকের চালক ও শ্রমিকেরা ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাট এলাকায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছে। ফেরিঘাট সংশ্লিষ্টরা জানান, বাড়তি যানবাহনের চাপ ও দৌলতদিয়া ঘাট চ্যানেলে নাব্যতা সংকটের কারণে এমন ভোগান্তি হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দায়িত্বরত ব্যক্তিরা বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, মাওয়া ঘাটে ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকের অপেক্ষামান লাইন দীর্ঘ হচ্ছে বলেও জানান তিনি।

ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে নাব্যতা সংকট দেখা দেওয়ায় এখানেও ড্রেজিং কার্যক্রম চলছে। যে কারণে ফেরি চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে। ফলে ভোগান্তি ফেরিঘাট এলাকায় বাড়ছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে বলে জানান তিনি।

অন্য সময়ের চেয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে বেশি। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার সীমিতভাবে করা হচ্ছে বলে জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান।

আইএমটি