ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আরারো শাহবাগে অবরোধ


৪ অক্টোবর ২০১৮ ২১:৩৫

মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্তকে মেনে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তারা এই সিধান্তকে প্রত্যাখ্যান করে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে রাস্তার চারদিকে ব্যারিকেড দিয়ে বুধবার রাত থেকে অবরোধ শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

উল্লেখ্য, সরকারি চাকরিতে সকল কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা থাকবে কিনা পরে বিবেচনা করবেন সংশ্লিষ্টরা।

তিনি আরো বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৮, ৪০ তম বিসিএস বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসারে হবে।

এতদিন সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

সরকারি চাকরিতে নিয়োগে কোটার পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের সেই আন্দোলন ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে।

এসএমএন