চেকিংয়ের পর তল্লাশি নয়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস চেকিংয়ের পর তল্লাশির সুযোগ থাকছে না।
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে, চেকিংয়ের পর আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনো সংস্থা কোনো যাত্রীর মালামাল তল্লাশি না করতে বলা হয়েছে।
সেবার মান বাড়ানোর লক্ষ্যে ও বিমানযাত্রীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩ অক্টোম্বর) মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
তল্লাশির বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, 'কাস্টমস এর চেকিংয়ের পর কোনো মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো এজেন্সি পুনরায় চেকিং করতে পারবে না। সুনির্দিষ্ট তথ্য থাকলে কাস্টমস চেকিং পয়েন্টেই চেক করতে পারবে।'
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, 'যাত্রীদের দুর্ভোগ মেটাতে সিদ্ধান্ত নেওয়ার পর কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের জন্য লিখিত নির্দেশনাও দিয়েছেন।'
শাহজালাল বিমানবন্দরে যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার পর অনেক সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যদের তল্লাশির মুখে পড়েন। এতে দুর্ভোগ পোহানোর অভিযোগ করেছেন অনেকে ।
এসএমএন