সহকারী শিক্ষক নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াসউদ্দিন আহমেদ জানান, ১২ হাজার সহকারী শিক্ষক পদের বিপরীতে ২৪ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ৫০ হাজার নির্বাচন করা হবে। এর পর লিখিত পরীক্ষার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে সভায় আলোচনাসাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল জানান, পরীক্ষার প্রার্থী বেশি হওয়ায় একটু সময় লাগছে গোছাতে। এখনো রুটিন ঠিক হয়নি। যথাসময়ে পরীক্ষার রুটিন প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ এক হাজার ৫৯৭ প্রার্থী আবেদন করেছেন।
আরকেএইচ