ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


হঠাৎ শাহবাগে উত্তেজনা


৪ অক্টোবর ২০১৮ ০৮:৫৭

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদের এবার মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন তারা।

বুধবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে তারা রাস্তায় রয়েছেন। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করছি। যান চলাচল আপাতত বন্ধ। তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসএ