ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শুক্রবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না


৪ অক্টোবর ২০১৮ ০৫:২৫

মেট্রো রেল প্রকল্পের জন্য আগামী শুক্রবার ( ৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনসহ এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩ অক্টোবর) তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের কাজের জন্য আগামী ৫ অক্টোবার শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত মোট ১১ ঘণ্টা তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), রাজাবাজার, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি, তল্লাবাগ ও শুক্রাবাদ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

এসএ