‘স্বর্ণের চাহিদা বছরে ৪০ মেট্রিক টন’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে আমদানির মাধ্যমে ৩৬ মেট্রিক টন স্বর্ণের চাহিদা পূরণ করা হলে এর চাহিদা থাকে বছরে প্রায় ৪০ মেট্রিক টন।
এই আমদানি কখনো সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়নি। অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাত নিয়ে কোন সুর্নির্দিষ্ট নীতিমালা না থাকায় বিভিন্ন অবৈধ পথে এ স্বর্ণ দেশে আসত।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। বুধবার (৩ অক্টোবর) প্রথমবারের মত স্বর্ণ নীতিমালা ২০১৮ মন্ত্রীসভায় অনুমোদনের জন্য উঠতে যাচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, যেহেতু স্বর্ণ আমাদের আমদানি করতে হয়। এখন নীতিমালা পাশের পর সব কিছু একটি নিয়মের মধ্যে চলে আসবে।
বাণিজ্যমন্ত্রী মনে করেন, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করবে। বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানির জন্য অনুমোদিত কিছু ডিলার ডিলাররা জুয়েলারী সমিতির সদস্যদের কাছে স্বর্ণ বিক্রি করতে পারবে। এতে করে দেশের রাজস্ব বোর্ড জানতে পারবে কে কতটুকু স্বর্ণ আমদানি করল।
স্বর্ণ ব্যাবসায়ীদের অবশ্যই জুয়েলারী সমিতির সদস্য হতে হবে। যারা স্বর্ণ তৈরি করে তারা অনুমোদিত ডিলারদের কাছ থেকে স্বর্ণ কিনবে।
এর ফলে স্বর্ণের চোরাচালান কমে যাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। এজন্য রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রনালয় নির্দিষ্ট একটি শুল্ক আদায় করবে। সূত্র: বিবিসি
এসএমএন