ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কোটা বাতিলের সুপারিশ মন্ত্রিসভায় উঠছে আজ


৩ অক্টোবর ২০১৮ ২০:১৭

ছবি সংগৃহীত

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোন কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটা পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদন পাঠানোর পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন হলে এ মাসেই প্রজ্ঞাপন জারি করবে।

কোটা পর্যালোচনায় গঠিত কমিটির মুখপাত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, কোটা নিয়ে কমিটির দেয়া সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে এসেছে। মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, আজ মন্ত্রিসভার বৈঠকে সেটি অনুমোদনের জন্য উঠবে। আমরা সুপারিশটাই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য পাঠিয়েছি। সেখানে নতুন করে কিছু যুক্ত করা হয়নি। এখন মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেবে, সেটার ওপর ভিত্তি করেই প্রজ্ঞাপন জারি করা হবে।


সরকারি চাকরির নবম থেকে ত্রয়োদশ গ্রেড পযন্ত, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোনো কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়। ওই কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ায় তা এখন মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদসচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যাদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি।

মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সচিব কমিটির করা সুপারিশ বাতিল চেয়ে পাঁচ দফার আলোকে কোটা সংস্কার চেয়েছে আন্দোলনকারীরা। একই দিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডও এই সুপারিশ বাতিল করে সকল চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানিয়েছে।

আরকেএইচ