ঢাকা রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


জন্মাষ্টমীতে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়


২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৭

আজ শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন। এ উপলক্ষে উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতা ও সমাজের বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে করমর্দন করেন। এসময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে দিকে নজর রাখতে বলেছেন রাষ্ট্রপতি । সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।