ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সৌদি প্রবাসীরা শৃঙ্খলা বজায় রাখুন : পররাষ্ট্র মন্ত্রণালয়


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৩

সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রবাসীদের আকামা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতা কেটেছে, এরপরও তাদের ‘তৃতীয়পক্ষের প্ররোচনায়’ বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসা ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে দিতে সৌদি কর্তৃপক্ষ রাজি হয়েছে। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া আকামার (সৌদি আরবে কাজের অনুমতিপত্র) মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে।

এ অবস্থায় সৌদি দূতাবাসের ভিসাপ্রার্থীদের এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে টিকেট করতে ইচ্ছুক ব্যক্তিদের বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে এসব কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ‘তৃতীয়পক্ষের প্ররোচনায়’ কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে রাজধানীতে বিক্ষোভ করছে সৌদি প্রবাসী বাংলাদেশী কর্মীরা।