ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আটকে পড়া পরিবারকে উদ্ধার


৩ অক্টোবর ২০১৮ ০৭:২৯

রাজধানীর উত্তরায় বাসার মধ্যে আটকে পড়া একটি পরিবারকে অক্ষতভাবে উদ্ধার করেছে ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধারকৃতরা হলেন, গৃহকর্তা জাফর ইকবাল (৫১), গৃহকর্তী শাহনাজ মিল্কি (৩৯), শিশু সন্তান মোছফারা (১৩) ও কাইয়েনাত (০২)।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা ভবনের ৫ম তলার একটি ফ্লাটে আটকে পড়ার এ ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে।

এ ঘটনায় আটকে পড়া গৃহকর্তা জাফর ইকবাল নতুন সময়কে বলেন, দুপুর ১ টার দিকে ২ বছরের শিশু কন্যা বাসার গেট লক করে ফেলে। পরবর্তীতে বাচ্চাও রান্না ঘরে গিয়ে আটকা পড়ে যায়। এ সময় রান্না ঘরের চুলাও জ্বালানো ছিল। এমতাবস্থায় উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে বাসার মূল ফটক ভেঙ্গে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উদ্ধার করে।

যদি ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার না করতেন তাহলে রান্না ঘরের গ্যাসের চুলার আগুন থেকে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তিনি জানান।

উদ্ধার প্রসঙ্গে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম নতুন সময়কে বলেন, বাসায় একটি পরিবার আটকা পড়েছে এমন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে উত্তরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ৫ম তলার ফ্লাটে আটকে পড়া পরিবারকে অত্যাধনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে পরিবারের ৪ জন সদস্য কে জীবিত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ফ্লাটের ভীতর প্রায় ১ ঘন্টার বেশী সময় পরিবারটি আটকা ছিলেন। আশেপাশের প্রতিবেশীরা পরিবারটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস কে কল করেন। ফ্লাটের ভেতর রান্না ঘরে ২ বছরের বাচ্চা শিশু আটকা ছিল। ওই রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা ছিল, অপরদিকে রুমে বিদ্যুৎও ছিল।

এমতাবস্থায় ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থালে পৌঁছাতে বিলম্ভ হলে শিশু বাচ্চাটির বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তিনি জানান।

একেএ