ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নির্দোষ যুবককেও বাঁচতে দিল না এলাকাবাসী


৩ অক্টোবর ২০১৮ ০৬:২০

প্রতীকী

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে শহিদুল ইসলাম শাহীন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের স্বজনদের দাবি প্রতিপক্ষের মারধরে তিনি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গী আরিচপুর গাজীবাড়িতে।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে গাজীবাড়ির রেল লাইনের পাশে নেকেরবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন পিরোজপুর জেলার কাওখালী থানার চিরাপাড়া এলাকার শাহ আলমের ছেলে। শাহিন টঙ্গীর গাজিবাড়ি এলাকার ইসমাইল গাজীর বাড়িতে ভাড়া থাকতেন।

লাশটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার রেল লাইনের পাশে নেকেরবাড়ি সংলগ্ন ছিনতাইকালে স্থানীয়দের হাতে হাতে ধরা পড়েন শাহিন। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ তার মরদেহ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহতের পিতা শাহ আলম বলেন, তার ছেলে নির্দোষ। ছেলেকে প্রতিপক্ষের লোকজন মারধর করে হত্যা করেছে। এ সময় হাসপাতাল প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এমএ