ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


‘পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে, গুজবে কান দেবেন না’


১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৬

দেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গুজবে কান দেবেন না। চাহিদার বেশি পেঁয়াজ কিনবেন না।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, `আমরা বিকল্প মার্কেট হিসেবে তুরস্ক, চীন, মিয়ানমার, মিশর, হল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে পেঁয়াজ আমদানির জন্য যোগাযোগ করেছি। আগামী এক মাসের মধ্যে এ পেঁয়াজ দেশে আসবে।' তিনি বলেন, `পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের এলসি খোলাসহ সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।'

টিপু মুনশি বলেন, ‘আমদানি করা পেঁয়াজ স্থলবন্দর থেকে দ্রুততম সময়ের মধ্যে ছাড় করতে এবং আমদানিকারকদের সহযোগিতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছেও চিঠি পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।’

বাণিজ‌্যমন্ত্রী বলেন, ‘তুরস্ক থেকে আগামী ১০দিনের মধ্যে টিসিবির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে। ধাপে ধাপে ১০দিন পর পর তিন চার হাজার টন করে আসবে।’ বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত থেকে নতুন করে পেঁয়াজের ট্রাক দেশে না আসার খবরে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়।