অক্টোবরে এ কেমন ঘূর্নিঝড়!

অস্বস্তিকর গরমের পর চলতি মাসেই ব্যাপক পরিবর্তন আসছে আবহাওয়ায়। এই অক্টোবরেই আঘাত হানতে পারে বড় ধরনের ঘূর্ণিঝড়। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এ মাসের শুরুতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ বিদায় নেবে। পুরো মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দুয়েকটি নদীর পানি বেড়ে যাবে। তবে তা বিপদসীমা অতিক্রম করবে না বলে মনে করছে আবহাওয়া কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবারের পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।
এমএ