আ.লীগ নেতা হত্যার ঘটনায় আটক ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়িঘর ভাংচুর ও আওয়ামী লীগের দুই নেতা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে এলাকাবাসী। এ হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার দৈবজ্ঞহাটি বাজার থেকে মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিক্ষোভ-মিছিলটি বের করা হয়। এসময় দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামসহ তার সহযোগীদের ফাঁসি চেয়ে স্লোগান দেয় বিক্ষুব্ধরা।
জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলি ও ধারালো অস্ত্রসহ আলমত জব্দ করেছে। ঘটনাস্থল দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান ফকির শহিদুল ইসলাম, একই এলাকার ইয়াকুব আলীর ছেলে দফাদার আবুয়াল হোসেন ফকির, হাতেম আলীর ছেলে আবুল শেখ এবং করিম ডাকুয়ার ছেলে জুলহাস ডাকুয়া।
আইএমটি