ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


এমন নরপিশাচদের যাতায়াত দেশের রথী-মহারথী পর্যন্ত থাকে কীভাবে?


৮ জুলাই ২০২০ ১৭:৩৫

দেশের কিছু বিষয় নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

ডা. জাফরুল্লাহর করোনা পরীক্ষার কীট নিয়ে মাসের পর মাস ধরে কি পরীক্ষা-নিরীক্ষা, কতো ধরনের কথা চালাচালি সরকারের! আর লাইসেন্স ছাড়া, যন্ত্রপাতি ছাড়া এক ভুয়া হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর! সেও কোনো নিরীক্ষা না করে!

অনুমতি পাওয়ার পর করোনাকালে পরীক্ষা না করেই ৬ হাজার ভুয়া রিপোর্ট করেছে। প্রতিটি থেকে নেওয়া হয়েছে ৩ হাজার ৫০০ টাকা করে। কতো মানুষকে এভাবে সংক্রমিত করেছে রিজেন্ট হাসপাতালের মালিক? কতো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা। এ মৃত্যুর দায় কেন নেবে না স্বাস্থ্য অধিদপ্তর? আরেকটা বিষয়। এমন নরপিশাচদের যাতায়াত দেশের রথী-মহারথী পর্যন্ত থাকে কীভাবে? এসবে মানহানি হয় না তাদের?