ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


আজ জন্মাষ্টমী


২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১

আজ শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন। এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা । শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ সময় যানজট এড়াতে বেশ কিছু সড়ক এড়িয়ে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি থেকে জানানো হয়, শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার মোড় হয়ে জগন্নাথ, কেন্দ্রীয় শহীদ মিনার-হাইকোর্ট বটতলা-গোলাপ শাহ মাজার- বঙ্গবন্ধু স্কয়ার- নবাবপুর রোড- রায় সাহেব বাজার মোড় হয়ে- বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে।

এই সময়ে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহনের মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে।