ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আপনি মধ্যবিত্ত? সাহায্য দরকার আপনারও, ফোন করুন এই নম্বরে


৩ এপ্রিল ২০২০ ২২:২৭

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে সারাদেশে লকডাউনের কারণে অফিস আদালত বন্ধ রয়েছে। সরকার দ্বিতীয় দফায় বন্ধের মেয়াদ বাড়িয়েছে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি মোকাবিলায় নিম্ন আয়ের হত দরিদ্রদের সাহায্য চালিয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠান। এ অবস্থায় মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে পুলিশ কমিশনারের এই সিদ্ধান্তের কথা জানান সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান। এদিকে করোনায় দুস্থ মানুষকে সহায়তা করতে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

চট্টগ্রাম সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, ‘সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বেশিরভাগই মধ্যবিত্ত। দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি অফিস ও কারখানা বন্ধ রয়েছে। অনেকের ঘরে যা জমা ছিল তা ফুরিয়ে এসেছে। লোকলজ্জার কারণে তারা কারও কাছে চাইতেও পারছেন না। তাই তাদের কথা চিন্তা করে সিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ। যারা ত্রাণ নিচ্ছে বা নেবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না।’

অন্যদিকে, হটলাইনে দেওয়া নির্ধারিত নাম্বারে ফোন করলেই সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবে ডিএসসিসির কর্মীরা। ডিএসসিসি এলাকার অসহায় কেউ খাদ্যসামগ্রীর সহায়তা পেতে চাইলে ০১৭০৯৯০০৭০৩ ও ০১৭০৯৯০০৭০৪ এই দুটি নাম্বারে যোগাযোগের জন্য আহ্বান করেছে সংস্থাটি। সহায়তা প্রত্যাশী কলদাতাদের তথ্য নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বাসায়। হটলাইন সেল পরিচালনাকারী ও ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, ‘মেয়র স্যারের নির্দেশে হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই পদ্ধতিতে ৩৬৯ জনকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।’ এ বিষয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তাদের সমন্বয়ে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়েন, লোকলজ্জায় তালিকায় নাম না লেখান; কিন্তু তার সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

একইভাবে সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন। ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।’ এদিকে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল বৃহস্পতিবার নগর ভবনে করপোরেশনের ১০টি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে হতদরিদ্র দিনমজুরদের মাঝে বিতরণের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন। প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০টি করে প্যাকেট হিসেবে ১০টি ওয়ার্ডের জন্য ৫০০০ প্যাকেট তুলে দেওয়া হয়।