দেশে নতুনভাবে করোনাক্রান্ত ৫

বিশ্বব্যপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আক্রান্ত রোগীর ৫। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যায়নি কেউ । আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরও জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ জন। বৃহস্পতিবার সকালে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছিলেন, সংস্থাটি আজ নিয়মিত ব্রিফিং করবে না। তবে বেলা সাড়ে ১১টার দিকেই তিনি আবার জানান, আজ ব্রিফিং হচ্ছে এবং তা হবে বিকেল সাড়ে ৩টায়। এর আগে গেল রোববারও (২২ মার্চ) সংস্থাটি জানায়, তারা ওইদিন ব্রিফিং করবে না। তবে ওইদিনও কিছুক্ষণ পরই সিদ্ধান্ত পাল্টায় তারা। পরবর্তীতে ব্রিফিংও করে।
উল্লেখ্য, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর। ব্রিফিংয়ে এ ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় সরকারি এ সংস্থাটি। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা। বুধবার (২৫ মার্চ) সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বুধবার পর্যন্ত বাংলাদেশে ৩৯ জনের শরীরে ভাইরাসটি পাওয়া যায়। এরমধ্যে মারা যান ৫ জন, সুস্থ বাসায় ফিরেন ৭ জন এবং চিকিৎসাধীন ছিল ২৭ জন।
নতুনসময়/আইকে