ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়


২৪ মার্চ ২০২০ ০৬:৩৩

বাংলাদেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ জন। ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকায়। এরপরই আছ মাদারীপুরে।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা (ঢাকা শহর)- ১৫ জন, মাদারীপুর- ১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধায়-২, কুমিল্লা-১, গাজীপুর-১ এবং চুয়াডাঙ্গায় ১ আক্রান্ত হয়েছেন।

এই ৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন। এদের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন, ভারত থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন। বাকি ২০ জনই এদের মধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছে।