ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


হাসপাতাল থেকে পালিয়েছে করোনা রোগী শাহজাহান


১৬ মার্চ ২০২০ ০৪:২১

ফাইল ছবি

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে বাহরাইন থেকে আগত শাহজাহান (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে। তার মেডিক্যাল চেকাপ করে করোনা ভাইরাসের সকল লক্ষণ পাওয়ায় ডাক্তাররা দ্রুত ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ এর টীমকে খবর দেয়। কিন্তু আইইডিসিআর এর বিশেষজ্ঞ টীম আসার আগেই সে এবং তার স্ত্রী পালিয়ে যায়।

হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, সে জ্বর, কাশি, হাঁচি এবং শ্বাসকষ্টে ভুগছেন।

তিনি আরো জানান, রোববার সকাল টায় তিনি হাসপাতালে ভর্তি হন। তার স্বাস্থ্যের পরিক্ষা করার পর চিকিৎসকরা তাকে করোনা আক্রান্ত রোগী হিসেবে সন্দেহ করে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) থেকে একটি দল ডেকেছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে আইইডিসিআর টিম হাসপাতালে পৌঁছে মেডিসিন ওয়ার্ডে গেলে চিকিৎসকরা তাকে এবং তাঁর স্ত্রীকে খুঁজে পাননি।

হাসপাতালের নার্স উমা রানী সাহা জানান, তিনি করোনাভাইরাস সংক্রামিত হতে পেরে শুনে রোগী খুব ঘাবড়ে গিয়েছিলেন। নোয়াখালীর বাসিন্দা শাহজাহান ১৮ জানুয়ারি বাহরাইন থেকে ঢাকায় এসেছিলেন।