রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর খিলক্ষেতে স্বামীর হাতে রিনা আজাদ (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) আদিল হোসেন নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় রোববার (২৩ সেপ্টেম্বর) রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) আদিল হোসেন নতুনসময়কে বলেন, গত রাতে (রোববার) খিলক্ষেতের নামা পাড়া এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। পরে আজ (সোমবার) খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, ঘাতক স্বামী তাকে মারধর করার পর গলায় ফাঁস দিয়ে খুন করে লাশ ফেলে রেখে গেছেন। খুন করার পর পরই ঘাতক স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও গলায় ফাঁসি দেওয়ারও দাগ রয়েছে। নিহতের লাশ ময়াতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও পরিদর্শক আদিল জানিয়েছেন।
একেএ