ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


খুনিরা এক হয়ে জোট গড়েছে: প্রধানমন্ত্রী


২৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সততায় বিশ্বাস করে। সুদখোর-ঘুষখোর, খুনি, দুর্নীতিবাজরা এক হয়ে সরকার বিরোধী জোট গড়েছে। জনগণ তাদের ভোট দেবে না। নৌকা মার্কাই জয়ী হবে।
 
রোববার নিউইয়র্কের সন্ধ্যায় ম্যানহাটনের হোটেল হিলটনের সুবিশাল বলরুমে আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যাকারীদের সঙ্গে জোট করতে পারে, তাদের মুখে দেশের স্বার্থের কথা মানায় না। এ সময় দেশের উন্নয়ন চাইলে আগামিতেও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 
দুর্নীতিবাজদের বাঁচাতেই তথাকথিত জাতীয় ঐক্য গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'সরকারের পতন ঘটনোর জন্যেই দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়েছে।  জনগণ যদি তাদের খুশি হয়ে ভোট দেয়, আমার কিছু আসে যায় না।'
 
প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'সকলের হাতে ট্যাব-মোবাইল আছে। এর যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। আর সেটা নিয়ন্ত্রণ করার জন্যই ইতিমধ্যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করিয়েছি।'
 
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'তাদের বিরুদ্ধে তো কিছু করা হচ্ছে না। এতে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।'
 
নিজেদের অপকর্মের শাস্তি পাচ্ছে বিএনপি-এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আদালতে নিজেদের নিরাপরাধ প্রমাণ করাও তাদেরই দায়িত্ব। খালেদা জিয়ার বিরুদ্ধে তো মামলা আমি দিইনি। দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তার আপনজন।'
 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
 
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
 
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মি ও সমর্থকেরা বিমাবন্দরে উপস্থিত ছিলেন। তারা এসময় বিভিন্ন স্লোগানে বিমাবন্দরের টার্মিনাল সরগরম করে রাখেন।
 
 
আরকেএইচ