ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মুজিব বর্ষেই দারিদ্র্যের হার আরও ২ ভাগ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর


২৫ জানুয়ারী ২০২০ ০১:৫২

ছবি সংগৃহীত

সেনাবাহিনীকে আরো যুগপোযোগী ও আধুনিক করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন রণকৌশল মহড়া পরিদর্শন করে এ কথা জানান তিনি। মুজিব বর্ষেই দারিদ্রের হার প্রায় দুইভাগ কমানোর আশ্বাসও দেন সরকার প্রধান।

শক্রুপক্ষ আক্রমণ এলে কিভাবে প্রতিহত করা হবে, তারই মহড়া সেনাবাহিনী চালিয়েছে। নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই শীতকালীন মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। যার ব্যবস্থপনায় ছিলো ৩৩ পদাতিক ডিভিশন। অপারেশন বিজয়গৌরব নামে এই মহড়া চলে প্রায় এক ঘণ্টা।

রণকৌশলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আরো যুগোপোযুগি ও আধুনিক করে গড়ে তোলা হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করে আরো উন্নয়ন করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। পরে এই দ্বীপে সাইক্লোন শেল্টারে বিদ্যুৎকেন্দ্র এবং বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।