ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে যাবজ্জীবন কারাদণ্ড, কোটি টাকা জরিমানা ও দায়মুক্তি বিধান আইন প্রোয়োগে কর্মকর্তাদের দায়মুক্তির বিধান বাতিলের জন্য বিরোধী দলের সংশোধনী প্রস্তাব উপেক্ষা করে আইনটি জাতীয় সংসদে পাশ হয়েছে। এ আইনের ৮ টি ধারার ব্যাপারে সম্পাদক পরিষদ ও সাংবাদিকদের আপত্তি থাকা সত্ত্বেও আইনটি পাশের ক্ষেত্রে তা আমলে নেওয়া হয়নি।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব ধারা উপধারা সাংবাদিকদের পেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা বাতিলের দাবিতে ফেডারেল অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজিওর) মানববন্ধনের আয়োজন করে।
এ সময় নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ এবং ধর্ম সংক্রান্ত যেসব বিষয় আইনে অন্তর্ভুক্ত করেছিল তা নিঃসন্দেহে ভালো উদ্যেগ এবং দরকার ছিল। কিন্তু সাংবাদিকদের পেশাদারিত্বে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন আইন জাতির জন্য লজ্জাজনক।
এ আইনের প্রতিবাদে সাংবাদিক নেতারা বলেন, 'একটা সুষ্ঠু ও মুক্ত সমাজের পরিপন্থী একটা আইন পাশ হলো। এতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সরকার যে ভাবছে কালো আইন হবে না তা কিন্তু আমরা মনে করি না। আমরা সাংবাদিকরা তো লাভবান হবই না, এর দ্বারা সাধারণত গণতান্ত্রিক পরিবেশ কুলুষিত হবে।
এই আইন গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয় দাবি করে নেতারা বলেন, এই আইন পাস হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা, কথা বলার স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। এতে করে আমাদের জাতীর অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে।
এসএম মোরশেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সচিব বাতেন সরকার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ ওমর সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
আইএমটি