‘ধানের শিষ এখন পেটের বিষ’

বিএনপি এখন দেউলিয়া দল। দেশের মানুষ তাদের বর্জন করে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শিষ এখন পেটের বিষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, এই কর্ণফুলী আগে বিএনপির দখলে ছিল। এখন তা আওয়ামীলীগের দখলে। কর্ণফুলীর মানুষ আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দেবে।
তিনি বলেন, চট্রগ্রামবাসী আর বিএনপিকে চায় না। বিএনপি এখন মহাসমাবেশের ডাক দিলেও সামবেশে লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আওয়ামী লীগের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
চট্রগ্রামের মানুষকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, পান খাইয়া হাসিতে হাসিতে নৌকাকে ভাসাইতে ভাসাইতে ডিসেম্বরে বন্দরে পৌঁছাইয়া দেবেন তো? আপনাদের ভোটের মাধ্যমেই বিজয়ের বন্দরে পৌঁছে যাবে নৌকা।
আইএমটি