ঢাকায় এসেছে ওসমান গনির মরদেহ, বিকালে দাফন

আজ বিকালে ঢাকা সিটি করপোরেশন প্যানেল মেয়র-১ ওসমান গনির দাফন বননীতে সম্পন্ন করা হবে।
রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর SQ448 করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তার লাশ।
জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান নগর ভবনের সামনে নেওয়া হবে।
মরহুমের ২য় জানাজা আসর নামাজর পর বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর আনিসুল হক অসুস্থ হলে প্যানেল মেয়রের দায়িত্ব পান ওসমান গনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
এসএমএন