ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


১৫ জনের জোট: গণশিক্ষামন্ত্রী


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭

গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার

গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘কোনো লোকজন নাই এমন ১৫ জন মিলে জোট করতেছে। অনেকে এখন লোক খুঁজে বেড়াচ্ছে। একবার নামবে মাস্টার, তারপর যুবক, আবার নামবে ছাত্র সেই আশায় তাদের ঘুম হারাম। নেমে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর দেশ দখল করবে।’

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও তাদের জোটের তীব্র সমালোচনা করেছেন গণশিক্ষামন্ত্রী এ মন্তব্য করেছেন।

রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ এবং শিক্ষকদের আন্দোলন থেকে ওই জোটের ফায়দা লোটার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন ‘বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে আ স ম আবদুর রব কী রোল প্লে (ভূমিকা রাখা) করেছেন আমি জানি না। কিন্তু আমার দল থেকে যাকে বের করে দিই, সে বিপ্লবী হয়ে যায়। এগুলো দেখে দেখে আমরা এ জায়গায় এসেছি।’

এ সময় শিক্ষকদেরকে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান ফিজার।

এসএমএন