ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ধর্ষণের পর মাথাটাও কেটে নিল


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪

মৌলভীবাজার কমলগঞ্জের ধলাই চা বাগান থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ধলাই চা বাগানের ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে চা বাগানের শ্রমিকরা সাদা শাড়ি মোড়ানো একটি মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করে।

ওই নারীকে ধর্ষণের পর ধর্ষণকারীরা গলা কেটে হত্যা করেছে বলে পুলিশের ধারনা। তবে লাশ যেন চেনা না যায় তাই লাশের মাথা কেটে ফেলে তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মস্তকবিহীন লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

আইএমটি