ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


৬০ হাজার রোহিঙ্গা শিশুকে ভাষা শেখানোর উদ্যোগ


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৪

রোহিঙ্গা শিশু

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ৬০ হাজার রোহিঙ্গা শিশুকে ভাষা শেখানোর জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা দিতে ১৫০০ লার্নিং সেন্টার স্থাপন করা হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে রাখাইন ও ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হবে-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৬০ হাজার শিশু রয়েছে যাদের বয়স ৬ থেকে ১৪ বছর।

এসব শিশুকে বার্মিজ ও ইংরেজি ভাষা শিক্ষা দিতে লার্নিং সেন্টারে টেলিভিশনসহ নানা রকম বিনোদনের ব্যাবস্থা থাকবে।

জানা গেছে, বিশ্বব্যাংকের দেয়া ২৫ মিলিয়ন ডলার অনুদানের অর্ধেক অর্থ শিশুদের জন্য লার্নিং সেন্টার স্থাপন ও পরিচালনা জন্য ব্যায় করা হবে। বাকি অর্থেক অর্থ দিয়ে রোহিঙ্গাদের বসবাসের কারণে যে সব প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোর অবকাঠামো ও যাতায়াতের সড়ক সংস্কার করা হবে। সম্পূর্ণ কার্যক্রমটি দেখাশুনো করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ এর শিক্ষক নিয়োগ দেবে ।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ জানান, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রস্ক (আউট অব স্কুল চিলড্রেন) প্রকল্পের অর্থ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তারা (বিশ্বব্যাংক) কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের শিক্ষায় ব্যয় করার পরামর্শ দেয়।

রোহিঙ্গা শিশুদের অবস্থানের কারণে রাংলাদেশের ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিদ্যালয় যাওয়ার রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দিতে হলে অনুদান হিসেবে বরাদ্দ দিতে হবে। অনুদানের অর্ধেক টাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষায় খরচ বাবদ এবং বাকি টাকা ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণে ব্যায়ের প্রস্তাবে রাজি হয়ে বিশ্বব্যাংক ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

এসএমএন