ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন: স্বাস্থ্যমন্ত্রী


৬ ডিসেম্বর ২০১৯ ২৩:০৫

দেশের সব স্বাস্থ্যসেবাকেন্দ্রে নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ সরকারি সেবাটি গ্রামে থাকা মা-বোনদের অনেক উপকারে আসবে।

বৃহস্পতিবার পরিবার-পরিকল্পনা অধিদফতরে পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর্থিক কারণে অনেক কিশোরী ও নারী স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না। স্যানিটারি ন্যাপকিনের অভাবে বিভিন্ন ধরনের ইনফেকশন– এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। এ কারণে আমরা স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দেয়ার উদ্যোগ নিয়েছি। এ বছর থেকে দেশের প্রতিটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে কিশোরী ও মায়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার-পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।