ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ধামরাইয়ে অবৈধ ইটভাটা ধংস, ৬০ লাখ টাকা জরিমানা


৪ ডিসেম্বর ২০১৯ ০১:৫৬

ছবি সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের ধামরাইয়ে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া ঘটনা ঘটেছে। এবং তাদের নিকট থেকে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে,বায়ু দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনার পর এ অভিযান শুরু হয়।পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স ও মুক্তি অধিকার লাইসেন্স বিহিন অবৈধভাবে ফসলি জমি ধংস করে , বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও মহাসড়ক সংলগ্ন এলাকায় ইটভাটা নির্মাণ ও ইট পোড়ানোর অভিযোগে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি ইটভাটা মালিককে ৬০ লাখ টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে এসব ভাটার ইট পোড়ানোসহ সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান, সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পরিদর্শক মাহমুদা খাতুন। সরজমিন জানা গেছে, অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও ইট প্রস্তুত করায় এক কিলোমিটারের মধ্যে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও বায়ু দূষণ, ফসলি জমির টপসয়েল কর্তনে জেলা প্রশাসকের অনুমতি না থাকার অভিযোগে ধামরাইয়ের ডাউটিয়া এলাকার আফজাল হোসেনের সান ব্রিকস, আব্দুল আজিজের আজিজ অ্যান্ড সন্স ব্রিকস, শরিফুল ইসলামের এমএইচ ব্রিকস, মনির হোসেনের ইউএসএ ব্রিকস, নুরুল ইসলামের এমডিবিসি ব্রিকসে অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় প্রতিটি ইটভাটার মালিককে ১২ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এমএইচবি ব্রিকসের মালিক জরিমানার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে ধামরাই থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এসব ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।