ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


তৃতীয় সোনার দেখা পেল বাংলাদেশ


৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৬

এসএ গেমস কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন মারজানা আক্তার পিয়া। এটা নিয়ে এই আসরে তৃতীয় স্বর্ণ পেল বাংলাদেশ। এসএ গেমস মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ ইভেন্টে স্বর্ণ জিতছেন মারজানা আক্তার পিয়া। মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া। এর আগে সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।

এর আগে আজই দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন মোহাম্মদ আল আমিন। কারাতে কুমিতে ৬০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে এবারের আসরে স্বর্ণপদক জয় করেন তিনি। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফাইনালে আল আমিন হারান পাকিস্তানের প্রতিযোগীকে। আর উশু ইভেন্টে প্রথম অর্জন এনে দেন ওমর ফারুক। তাউলু চাং চুয়ান ইভেন্টে রৌপ্যপদক জেতেন তিনি। এদিকে জাতীয় রেকর্ড গড়ে হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। ২.১৬ মিটার লাফান তিনি। আগের জাতীয় রেকর্ড ছিল ২.১৫ মিটার। তবে মাহফুজের সমান উচ্চতায় ওঠেও ভারতের মেহতাব জিতেছেন রৌপ্য। কারণ তিনি ২.০৫ থেকে শুরু করেন।

নতুনসময়/আইকে