ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


জা‌বির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শা‌হিন কতৃক প্রাক্তন ছাত্র লা‌ঞ্চিত


৩ ডিসেম্বর ২০১৯ ২২:২৭

ফাইল ছবি

জ‌া‌হাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শা‌হিন কতৃক জা‌বির প্রাক্তন ছাত্র অর্থনী‌তি বিভা‌গের ১৯ তম ব্যা‌চের ছাত্র জনাব মোঃ অাব্দুর রাজ্জাক ও ২৫ তম ব্যা‌চের ভু‌গোল ও প‌রি‌বেশ বিজ্ঞান বিভা‌গের ছাত্র মোঃ অাকবর অালী লা‌ঞ্চিত হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। জা‌বির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শা‌হি‌নের বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ রে‌জিস্ট্রার বরাবর জমা ‌দেন জাহাঙ্গীরনগর ফ‌টোগ্রা‌ফিক্স এর মা‌লিক মোঃ অাকবর অালী। লি‌খিত অ‌ভি‌যো‌গের বিবর‌ণে বলা হ‌য়ে‌ছে বিশ্ব‌বিদ্যাল‌য়ের অন্যান্য দোকান যেমন বন্ধ র‌য়ে‌ছে ঠিক তেম‌নি জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয় ফ‌টোগ্রা‌ফিক্স দোকান‌টিও সাম‌য়িক বন্ধ রাখা হয়। কিন্তু বিশ্ব‌বিদ্যাল‌য়ের জরুরী কা‌জের প্র‌য়োজ‌নে ১ ডি‌সেম্বর দোকান‌টি খোলা রাখা হয়। ০১/১২/১৯ তা‌রি‌খে বিকাল অানুমা‌নিক ৩ ঘ‌টিকায় দি‌কে বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শা‌হিন দোকান‌টি কেন খোলা অা‌ছে তা নি‌য়ে উচ্চ স্ব‌রে গা‌লিগালাজ কর‌তে থা‌কে। সেই সময় ঐ দোকানের সাম‌নে দা‌ড়ি‌য়ে থাকা জনাব মোঃ অাব্দুর রাজ্জাক ( সহকারী অধ্যাপক, অর্থনী‌তি বিভাগ, সাভার বিশ্ব‌বিদ্যালয় ক‌লেজ, জা‌বির ১৯ তম ব্যা‌চের অর্থনী‌তি বিভা‌গের ছাত্র ) সুদীপ্ত শা‌হিন‌কে গা‌লিগালাজ না করার অনু‌রোধ কর‌লে সুদীপ্ত শা‌হিন জনাব রাজ্জাক সা‌হেব‌কে অকথ্য ভাষায় গা‌লিগালাজ ক‌রেন এবং যখন জান‌তে পা‌রেন জনাব রাজ্জাক ক্যাম্পা‌সে বসবাস ক‌রেন তখন ব‌লেন তুই তোর বউ‌য়ের প‌রিচ‌য়ে ক্যাম্পা‌সে থা‌কিস লজ্জা ক‌রে না ? তখন জনাব সুদীপ্ত শা‌হিন তা‌কে হুম‌কি দি‌য়ে ব‌লেন তো‌কে লা‌ঠি পেটা কর‌তে না পারায় অামার হাত নিস‌পিশ কর‌ছে এবং প‌রে তো‌কে ক্যাম্পা‌সে যেখা‌নে পা‌বো সেখা‌নে পু‌তে ফেল‌বো । জা‌বির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শা‌হি‌নের বিরু‌দ্ধে এর অা‌গেও বি‌ভিন্ন অ‌ভি‌যোগ প্রশাসনের নিকট জমা দেয়া হ‌লেও কোন এক অদৃশ্য কার‌নে তার বিরু‌দ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়‌নি।