বাম জোটের কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

পূর্ব ঘোষণা অনুযায়ী গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে রওয়ানা দেয় বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা জাতীয় প্রেসক্লাব থেকে রওয়ানা দেয়।
জাতীয় শিশু পার্কের সামনে এসে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। এসময় বাম জোটের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এর আগে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। অথচ দেশে এখন পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নেই। ২০০৫ সালের ৫ জানুয়ারির মতো আরও একটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, নির্বাচনকে টাকার খেলায় পর্যবসিত করা হয়েছে। যেকোনোভাবে ক্ষমতায় থাকার জন্য অতীতে জনগণের ভোটাধিকার নিয়ে বার বার ছিনিমিনি খেলা হয়েছে। এরপর দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নেই।
সমাবেশে বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘ভোট দেওয়ার অধিকার বর্তমান সরকার অনেক আগেই কেড়ে নিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন ভোটের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’
নির্বাচন কমিশন বর্তমান সরকারের আজ্ঞাবহ। এই দায়িত্বহীন কমিশনের অধীনে কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। তাই এই নির্বাচন কমিশনকে বর্জন করতে হবে। স্বাধীনতার পর্ববর্তী সময়ে দেখা গেছে সরকারি দলের অধীনে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই দলীয় সরকার ভেঙে দিতে হবে।’
এর আগে গত মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দেশের বাম দলগুলোর জোটের সমন্বয়ক সাইফুল হক।
আইএমটি