ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ইডেনে ঘণ্টা বাজাবেন হাসিনা-মমতা


১০ নভেম্বর ২০১৯ ০২:০৮

কলকাতার ইডেন গার্ডেন্সে ২২শে নভেম্বর ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট দল। এদিন প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলবে তারা। এ ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত থাকবেন। জানা গেছে ইডেনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন শেখ হাসিনা-মমতা বন্দোপাধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করার জন্য ৫০ পদের রাজকীয় ভোজের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এছাড়া শেখ হাসিনাকে সম্মানিত করতে তাকে বিশেষ নকশা করা শাল উপহার দেবেন বিসিসিআই এবং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সিএবি সচিব অভিষেক ডালমিয়া গণমাধ্যমকে জানিয়েছেন এসব তথ্য। গোলাপি বলের এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে শালে থাকবে গোলাপি আভা।

২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ভারতের মাটিতে এর আগে ২০১৮ সালে একটি টেস্ট খেলে টাইগাররা।

এবারের সফরে দুটি টেস্ট রয়েছে। প্রথমটি শুরু হবে ১৪ই নভেম্বর ইন্দোরে।