ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে: কাদের


২০ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে। 
 
বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারীদেরকে নিয়মিতকরণের আদেশ (প্রথম ধাপ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ আশাবাদ ব্যক্ত করেন। 
 
দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল চক্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে হটানোর পাঁয়তারা চলছে। জনগণের কাছে সাড়া না পেয়ে মহলটি আজ বিদেশিদের কাছে কান্নাকাটি করছে। শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানামুখী তৎপরতা শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনার চেয়ে আপন আর কেউ নেই। 
 
ওবায়দুল কদের বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে আমাদের  মাথাপিছু আয় ১৭৫১ ডলার। একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে এসেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ শতাংশ, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ৬৪ শতাংশ। শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার, গণমানুষের সরকার, গণবান্ধব সরকার। 
 
সড়ক পরিবহন আইন আজ সংসদে পাশ হবে জানিয়ে কাদের বলেন, ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের ফলে ১৯৮৩ সালের আইনের ৩৪ বছর পর আজ সড়ক পরিবহন বিলটি সংসদে উত্থাপিত হবে, আলোর মুখ দেখবে ।  
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন খন্দকার, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন খন্দকার প্রমুখ। 
 
একেএ