তামিমকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলের চোট নিয়ে বীরত্ব দেখিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাড় নিয়েও ব্যাটিং করেছেন। এশিয়া কাপ থেকে ছিটকে দেশে ফেরার পর তামিমের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আঘাতপ্রাপ্ত জাতীয় দলের এ ব্যাটসম্যানের শারীরিক অবস্থা জানার তাকে ফোন করেন প্রধানমন্ত্রী।
চোটের কারণে এশিয়া কাপ শেষ হওয়ায় মঙ্গলবার দেশে ফিরেছেন ওপেনার তামিম। তার কৃতিত্বের প্রশংসা করে ফোনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। তবে নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আশ্বাস দেন তাকে। কুণ্ঠাবোধ না করে যেকোনও বিষয় তাকে জানাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ