ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


পুলিশি হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বিহারীদের অনশন


১৭ অক্টোবর ২০১৯ ০৫:৪৭

রাজধানীর মোহাম্মদপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলনরত বিহারিদের ওপর হামলা,জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের হয়রানি বন্ধ ও বিহারী নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনশন ধর্মঘট করছে বিহারিরা।

বুধুবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাজধানীর পল্লবীর সেকশন ১০ এর বেনারসি পল্লীতে এসপিজিআরসির শাখা অফিসে এ অনশন ধর্মঘট শুরু করেন মিরপুর ১০,১১ ও ১২ তে অবস্থিত এসপিজিআরসি'র শাখা কমিটির নেতারা।

এ সময় এসপিজিআরসি ১০ নং শাখার সভাপতি ইউসুফ সেলিম বলেন, জেনেভা ক্যাম্পের নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না করায় ক্যাম্পের লোকজন শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। হঠাৎ করে কাউন্সিলর মিজানের গুন্ডাপান্ডা ও পুলিশ তাদের ওপর হামলা করে। এ হামলায় আমাদের ক্যাম্পের যুবকের চোখ নষ্ট হয়ে যায়। এরপর আমাদের নেতাকর্মী ও নিরীহ ক্যাম্পবাসীদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্যাম্পবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

মিরপুর ১০ নং শাখার সভাপতি ইউসুফ সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মিরপুর ১১ নং শাখার সভাপতি আলী মোহাম্মদ,মিরপুর ১১ নং শাখার সাধারণ সম্পাদক মাল্লু, মিরপুর ১২ নং শাখার সভাপতি এসপিজিআরসি নিজাম প্রমুখ।

 

নতুনসময়/আইকে