বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে না জাতিসংঘ

বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের পর্যবেক্ষণ করছে না জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান আজিজ হক বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ফারহান আজিজ বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পর্যবেক্ষণ করা হচ্ছে না। সংস্থাটির সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে ম্যান্ডেট নেয়।
সম্প্রতি বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ নিয়ে কোনো অনুরোধ করা হয়েছে কিনা এবং এ দুটি দলের মধ্যে মধ্যস্থতার জন্য কাউকে পাঠানো হবে কিনা জানতে চাইলে ফারহান আজিজ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
আগামী নির্বাচনের আগে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে নিউইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে যাওয়ার কথা বললেও গত ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ওপর এখনই নজর দিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায় বিএনপি। সংস্থাটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর ‘উদ্যোগের’ কথা স্মরণ করিয়ে বিএনপি নেতারা বলেন, ওই উদ্যোগের সফল সমাপ্তি হওয়া উচিত।
উল্লেখ্য, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে তিন দফা ঢাকায় আসেন তারানকো। নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। যদিও বিএনপির জন্য ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে বিএনপি। ফলে নির্বাচনে বিজয়ী হয়ে টানা দুই মেয়াদের সরকার গঠন করে আওয়ামী লীগ।
আরকেএইচ