কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি: এরশাদ

‘আগামী জাতীয় নির্বাচনে কারো সাথে জোট নয়, এককভাবে জাতীয় পার্টি নির্বাচন করবে' বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বসুন্ধরায় জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। ২৭ বছর ক্ষমতায় নেই, তারপরও জাতীয় পার্টিকে জনগণ মনে রেখেছে। চেষ্টা করলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে পারবে।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে যেন কেউ জোর করে সিল মারতে না পারে সেজন্য আমি কেন্দ্রভিত্তিক কমিটি করার নির্দেশ দিয়েছি। কেউ সিল মারতে এলে প্রতিহত করতেও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। তথ্যপ্রযুক্তি নির্ভর প্রচারণার মাধ্যমে ক্ষমতায় ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে।’
‘তথ্য প্রযুক্তির মাধ্যমে দলের কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন এরশাদ। জাতীয় পার্টির মূল লক্ষ্য নির্বাচনে জয় লাভ বলেও উল্ল্যেখ করেন তিনি।
এরশাদ বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়ে সাড়ে পাঁচ হাজার মামলা প্রত্যাহার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিজেদেরে ৬ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আমার একটি মামলাও প্রত্যাহার করেনি। কেন হয়নি জানেন, তারা আমাকে বিশ্বাস করে না। তারা জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায়’।
আইএমটি